ঢাকাFriday , 7 October 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • মদনে প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করলেন তানজিনা শাহরিন

    Link Copied!

    মদনে প্রথমবারে মতো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন তানজিনা শাহরিন ।নবাগত নারী ইউএনও বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে যোগদান করেন।

    তার এ যোগদানের সময়ে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, বিদায়ী নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান, ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা বিদায়ী নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমানকে ফুলের শুভেচ্ছায় বিদায় জানিয়ে নবাগত ইউএনও তানজিনা শাহরিনকে স্বাগত জানান।

    আরও পড়ুন-  পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া যাবেন রাষ্ট্রপতি

    পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তানজিনা শাহরিন কিশোরগঞ্জের সন্তান।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরিন জানান, “সবার সহযোগিতা চাই, প্রশাসনিক কাজে সর্বদা শিক্ষা ও স্বাস্থ্য খাত গুরুত্ব থাকবে। কোন কাজে অনিয়ম বরদাস্থ করব না।”

    উপজেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার জানান, এ উপজেলার কর্তা হিসেবে আমরা একজন নারীকে পাবো তা ভাবতেই পারিনি। মদন উপজেলায় নারী ইউএনও যোগদানে খুশি হয়েছি। আশা করি তিনি মদন উপজেলাকে একধাপ এগিয়ে নিয়ে যাবেন।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon বিজ্ঞাপন

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4972

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…