ঢাকাThursday , 6 October 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • লক্ষ্মীপুরে দুর্গম চরে স্বপ্নযাত্রা ওয়াটার এ্যাম্বুলেন্স

    Link Copied!

    প্রধানমন্ত্রীর স্বপ্ন আমার গ্রাম, আমার শহর বাস্তবায়নে লক্ষ্মীপুরে প্রথমবারের মতো দুর্গম চরে ওয়াটার এ্যাম্বুলেন্স চালু করেছে জেলা প্রশাসন। জেলার রামগতিতে স্বপ্নযাত্রা নামে এই ওয়াটার এ্যাম্বুলেন্স উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। এতে মেঘনা নদী বেষ্টিত বিচ্ছিন্ন ইউনিয়ন চর আবদুল্লাহসহ উপকূলীয় ২০ হাজার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত হবে।

    আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে রামগতি পৌরসভার আলেকজান্ডার মেঘনা নদীতে জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ ফিতা কেটে স্বপ্নযাত্রা ওয়াটার এ্যাম্বুলেন্স উদ্বোধন করেন। এ সময় চাবি হস্তান্তর করা হয়।

    আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে এ অ্যাম্বুল্যান্স সেবা চালু করা হয়েছে। এ উপলক্ষে আলেকজান্ডার বেড়িবাঁধ এলাকায় আলোচনাসভার আয়োজন করা হয়। জাইকা, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে অ্যাম্বুল্যান্সটি কেনা হয়। এটি বিচ্ছিন্ন চর আবদুল্লাহসহ নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

    রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তনু চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফেরদৌস আহমেদ, রামগতি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুর রসুল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

    উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন, ‘আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নদীর পাশেই। অ্যাম্বুল্যান্সটির মাধ্যমে দুর্গম চরের মানুষগুলো খুব সহজেই সেবা নিতে পারবে। এখন আর কাউকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে হবে না।’

    লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ জানান, চর আবদুল্লাহ উপজেলা থেকে একেবারেই বিচ্ছিন্ন। সেখানকার মানুষ অসুস্থ হলে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। প্রসূতিদের হাসপাতাল আনা সম্ভব হয় না। বিষয়টি বিবেচনা করে স্বপ্নযাত্রা ওয়াটার অ্যাম্বুল্যান্স ব্যবস্থা করা হয়েছে। চর আবদুল্লাহর বাসিন্দা ছাড়াও নদীতীরবর্তী এলাকার সকল মানুষ সেবা নিতে পারবে। এখানে সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হবে।

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 803

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…