ঢাকাThursday , 6 October 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • লক্ষ্মীপুরে ইউপি মেম্বারদের জেলা জুড়ে কিমিটি গঠন

    Link Copied!

    বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন (বিইউপিএমএ) লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। এসময় তিন মাসের জন্য পাঁচ উপজেলার আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে। জেলা কমিটির আহ্বায়ক ও রায়পুর সোনাপুর ইউপি সদস্য রিয়াজ উদ্দিন সভায় সাংসদের মাধ্যমে সরকারের কাছে সকল মেম্বারদের সম্মানি ভাতা বৃদ্ধিসহ ১১দফা দাবি উপস্থাপন করেন।

    বুধবার সন্ধায় (৫ অক্টোবর) জেলার সকল মেম্বারদের নিয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এর জেলার ব্যক্তিগত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

    জেলার পাঁচ উপজেলার আহবায়ক কমিটি হলো: রায়পুরে মুরাদ হোসেন মিয়াজি আহবায়ক ও ফরিদ হাওলাদারকে যুগ্মআহবায়ক করে ১৪ সদস্যের কমিটি। সদর উপজেলার পুর্ব শাখায় ওবায়দুল হক হিরনকে আহবায়ক ও সোহেল রানাকে যুগ্মআহবায়ক করে ১৯ সদস্যের কমিটি। সদর পশ্চিমে কামরুল সরকারকে আহবায়ক ও ওমর ফারুখকে যুগ্মআহবায়ক করে ১২ সদস্য। রামগঞ্জে ইয়াসিন আলমকে আহবায়ক ও মোঃ রেজাউল করিমকে যুগ্মআহবায়ক করে ১২ সদস্য। কমলনগরে ওমর ফারুককে আহবায়ক ও মোঃ হেলালকে যুগ্মআহবায়ক করে ১৩ সদসের আহবায়ক কমিটি করা হয়। এছাড়াও গত ৯ মাস আগে রায়পুরের সোনাপুরের ইউপি সদস্য রিয়াজ উদ্দিনকে জেলা কমিটির আহবায়ক ও ৫জনকে যুগ্মআহবায়ক করে ৩১ সদস্যের কমিটি করা হয়।

    জেলা মেম্বার এসোসিয়েশনের আহ্বায়ক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ এডঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন।

    আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেত্রী ফরিদা ইয়াছমিন লিকা, মেম্বার এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান লিটন মেম্বার, বশির হাওলাদার, রফিকুল ইসলাম রবিন মেম্বার, দিলীপ দাস ও সদস্য মেম্বার নাছিমা আক্তারসহ প্রমূখ।

    প্রধান অতিথি সাংসদ নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বারগণ তৃনমূল মানুষের প্রাণ। জেলার ৬৯৬ জন মেম্বারকে আজ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা ও যেকোন সুবিধা-সুবিধায় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 715

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…