নির্ভুল জন্ম- মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর- এ আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
আরও পড়ুন- লক্ষ্মীপুরের মেঘনায় ২২ দিন মাছ ধরা বন্ধ থাকবে
এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অফিসার তাহেরুল ইসলাম, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, এনটিভি হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ, মাছরাঙা হিলি প্রতিনিধি হালিম আল রাজী, জিটিভি হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলু, আর টিভি হিলি প্রতিনিধি আব্দুল আজিজ, আমাদের সময় পত্রিকার হিলি প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক শেয়ার বিজ হিলি প্রতিনিধি ছামিউল ইসলাম আরিফসহ বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
এসময় জন্ম ও মৃত্যুর সনদপ্রত্রের তথ্য কিভাবে কালেক্ট করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে একটি র্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে আবার সেখানে গিয়ে শেষ হয়।