ঢাকাThursday , 6 October 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • যশোরে কলা বাগান থেকে নারীর জবাই করা লাশ উদ্ধার

    Link Copied!

    যশোরে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মনিরামপুর থানা পুলিশ বুধবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে মনিরামপুর-নওয়াপাড়া সড়কের জয়নগর কশাইখানা সংলগ্ন একটি কলা বাগান থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে।

    নিহত হিরা বেগম (২৫) উপজেলার চাকলা পশ্চিমপাড়ার আক্তার মোল্লার মেয়ে।

    এ ঘটনার পরপরই আইনপ্রয়োগকারী সংস্থার একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ শুরু করেছেন তারা।

    তাঁর গলায়, ডান বুকে ও চার হাত-পায়েসহ বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। নিহতের মুখের ভিতরে ওড়না ঢুকানো ছিল।

    ঘটনাস্থলে একটি ব্যাগে ভাতসহ রান্না করা খাবার পাওয়া গেছে। পুলিশের ধারণা চাকু জাতীয় কিছুর আঘাতে ওই নারীকে হত্যা করা হয়েছে।

    আরও পড়ুন- লক্ষ্মীপুরে হাসপাতালে নবজাতক রেখে পালালেন মা

    স্থানীয়রা জানায়, রাত পৌনে ৮টার দিকে জয়নগর কলা বাগানে এক নারীর বাঁচার আকুতি জানিয়ে করা চিৎকার শুনতে পান পথচারী এক ইজিবাইক চালক। এরপর তিনি মনিরামপুর বাজারে এসে লোকজনকে ঘটনাটি খুলে বললে সেই ইজিবাইক চালকের কথা শুনে এক আনসার সদস্য থানায় এসে বিষয়টি জানান। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর রক্তাক্ত দেহ দেখতে পায়।

    মনিরামপুর থানার ওসি নূর ই আলম সিদ্দিকী জানান, রাত আটটার দিকে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন জয়নগর ইটভাটার পাশে লোকমান মিয়ার কলাবাগানে এক নারীর মরদেহ পড়ে আছে। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই নারীর মরাদেহ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সন্ধ্যার পরপরই ওই নারীকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়রা কেউ তাকে চিনতে পারেনি। ‍র‌্যাব ও পিবিআই সদস্যরা ছায়া তদন্ত করছে।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon বিজ্ঞাপন

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4965

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…