চুয়াডাঙ্গা জেলার জীবননগরে ব্যাটারিচালিত ভ্যান থেকে ছিটকে পড়ে আট মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির মা শান্তা খাতুন আহত হয়েছেন। তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে পৌর এলাকার জীবননগর-তেঁতুলিয়া সড়কের একটি চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শিশু আব্দুর রহমান জীবননগর পৌর এলাকার শাপলাকলি স্কুলপাড়ার রুবেল হোসেনের ছেলে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, শিশু আব্দুর রহমানের মাথায় প্রচণ্ড আঘাত লাগায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আর শান্তা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
আরও পড়ুন- ‘মিনিকেট নামে কোনও চাল বিক্রি করা যাবে না’
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, সকালে আব্দুর রহমানকে নিয়ে ব্যাটারিচালিত রিকশাভ্যানে মা শান্তা খাতুন বাবার বাড়ি তেঁতুলিয়ায় যাচ্ছিলেন। হাসেম মিয়ার চালকলের সামনে পৌঁছালে ভ্যানটির চাকা ভেঙে যায়। এসময় শিশু আব্দুর রহমান ও তার মা রাস্তার ওপর ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাৎক্ষণিক মা ও ছেলেকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।