লক্ষ্মীপুরে যুবলীগ কর্মী আলাউদ্দিন পাটোয়ারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মধ্য রাতে শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবী করে বিক্ষোভ কারীরা।
আজ (০১ অক্টোবর) শনিবার রাত সাড়ে ১২ টার দিকে জেলা সদর হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী বঙ্গবন্ধু চত্বরে এসে সমবেত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন বাবর, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহউদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে আলাউদ্দিন পাটোয়ারী (৪৬) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কমলা শীষ রায় শীর্ষ সংবাদকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল (২৯ সেপ্টেম্বর) শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের পদ্মা দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আলাউদ্দিন দীঘির পাড়ে কালভার্টের উপর বসে মোবাইলে কথা বলছিলেন হঠাৎ ৫/৬ জন সন্ত্রাসী এসে তাকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। একপর্যায়ে মুমূর্ষু অবস্থা তাকে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কমলা শীষ রায় তাকে মৃত ঘোষণা করে।
জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, আলাউদ্দিনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসেছি। পরিবারের লোকজনের সাথে কথা বলি। আমি ঘটনাস্থলে যাব। সেখান থেকে আসলে বিস্তারিত বলতে পারবো।
এদিকে যুবলীগ কর্মী নিহতের খবর ছড়িয়ে পড়লে তাত্ক্ষণিকভাবে সদর হাসপাতালে ছুটে আসেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহউদ্দিন টিপু সহ দলীয় নেতা-কর্মীরা। তাঁরা হত্যাকারীদের গ্রেফতার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় নুর উদ্দিন চৌধুরী নয়ন ঘটনার সাথে বিএনপি লোকজন জড়িত বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন।