প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ দোয়া মুনাজাত ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) লক্ষ্মীপুর শাখার উদ্যোগে নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে লক্ষ্মীপুর স্বাচিবের অস্থায়ী কার্যালয়, আশুরা হাসপাতালের সভাকক্ষে বিশেষ দোয়া মুনাজাত ও স্বাচিবের সদস্য ফরম বিতরণ সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি)।
স্বাচিব ও বিএমর লক্ষ্মীপুর শাখার সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রত্নদ্বীপ পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহউদ্দিন টিপু,সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. বেলাল হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন, ডাক্তার মো. নিজান উদ্দিন, আনোয়ার হোসেন, কমলা শীষ রায়, মীর আমিরুল ইসলাম মঞ্জু, আবু তাহের, রেজাউল করিম মাসুমসহ প্রমুখ।