লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের দাবিতে প্রেমিকের (৩৫) বাড়িতে অনশন করেছেন সিরাজগঞ্জের এক তরুনী (২৩)। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর)) দুপুর থেকে উপজেলার সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামের হকার বাড়ির প্রবাস ফেরত প্রেমিক মুসলিম কাজির বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। সাথে ওই তরুনীর ছোট বোনও রয়েছে।
প্রেমিক মুসলিম কাজি ওই গ্রামের মৃত তাজল ইসলামের ছেলে। ভুক্তভোগী ওই তরুনী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা। ঘটনার পর প্রবাস ফেরত প্রেমিক মুসলিম কাজি বাড়ি থেকে পালিয়েছেন।
সন্ধায়-ওই তরুনী সাংবাদিকদের জানান, গত ৭ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেম করে বিয়ের আশ্বাস দিয়েছিলো প্রেমিক মুসলিম। তার কারনে আমাকে দেখতে আসা একাধিক বিয়ের সম্বন্ধ ভেঙ্গে দিয়েছি। বিষয়টি মুসলিমের ও আমার পরিবার জানেন। মুসলিমের পরিবারও আমাদের বাড়িতে এসেছিলো। তারাও বিয়ের আশ্বাস দেন। এরপর থেকেই বিয়ের জন্য মুসলিমকে বলা হয়। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। ২মাস আগেও তিনি মুসলিমের পরিবারকে বিষয়টি জানান। ওই সময় তারা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে পাঠিয়ে দেন। এখন সেই সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেবলে জানান তরুনী।
পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক মুসলিমের মন্তব্য পাওয়া যায়নি। তবে তার বড় ভাই বড় ভাই জাহাঙ্গির হোসেন বলেন, ৫মাস আগে তার প্রবাস ফেরত ভাইয়ের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক বিষয়টি দেখছি। পরিবার ও স্থানীয় মেম্বারের সঙ্গে কথা বলে বিষয়টি মিমাংসা করবো।
উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া জানান, বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে আলোচনা চলছে।।
এ বিষয়ে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, এ নিয়ে ওই সিরাজগঞ্জের ওই তরুনী এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। তারপরেও বিষয়টি তদন্ত করে দেখছি।