জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কণ্যা সফল রাষ্ট্র নায়ক দেশরত্ম শেখ হাসিনাার ৭৬ তম জন্মদিন উপলক্ষে দোয়া, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইঁয়ার উদ্যোগে নিজ বাসভবনে সংলগ্ন জনতার ঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে হাফেজদের মাধ্যমে কোরআন খতমের আয়োজন করেন লক্ষ্মীপুরের পৌর মেয়র।
দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাখেন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু। পৌর আওয়ামী লীগের সাধারণ এ্যাডভোকেট জহির উদ্দিন বাবর এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতিন, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা দেশরত্ম শেখ হাসিনা বিশ্বে দ্বিতীয় প্রধানমন্ত্রী উপাধি পাওয়ায় অভিনন্দন জানান। এসময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের উন্নয়ন অব্যহত রাখতে আওয়ামীলীগ সরকারকে তথা শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান বক্তারা।