যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ৪ বাংলাদেশি নারীকে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচার করা হয়েছিল।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এসব নারীদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেন।
ফেরত আসা বাংলাদেশি নারীরা হলেন, যশোর জেলার নওয়াপাড়া উপজেলার তানজিলা আক্তার (২৩), মনিরামপুরের শিপ্লী খাতুন (২৬), অভয়নগরের সাবিরা খাতুন (২০) ও ঢাকার গাজীপুরের রহিমা খাতুন (২৭)।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশি নারীদের কর্মসংস্থান ও আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।
আরও পড়ুন- নৌকাডুবিঃ পঞ্চগড়ে মৃত বেড়ে ৬৮, নিখোঁজ অনেকে
যশোর জাস্টিজ এন্ড কেয়ারের বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ভাল কাজের আশায় ৩ বছর আগে দালালের মাধ্যমে তারা ভারতে গিয়েছিল। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনী সহয়তা দিতে আদালত থেকে ছাড়িয়ে ভারতের হায়দারাবাদে একটি মানবাধিকার সংস্থ্যা তাদের হেফাজতে নেয় ।
দীর্ঘ ৩ বছর পর দুই দেশের সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়। এনজিও সংস্থ্যা জানান, ফেরত আসা বাংলাদেশি নারীরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনী সহয়তা চাই তবে তাদের সহায়তা দেওয়া হবে।