গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

মাধবপুরে ১২২ টি পূজা মন্ডপে সরকারী অনুদান বিতরণে জেলা প্রশাসক

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে ১২২টি পূজা মন্ডপে প্রত্যেকটিতে ১৮ হাজার ৪শ টাকা করে সরকারী অনুদান বন্টন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চন্দ্র দাস, সেক্রেটারী লিটন রায়, সাংবাদিক শংকর পাল সুমন, প্রেসক্লাব সভাপতি অলিদ মিয়া সহ আরো অনেকে।

আরও পড়ুন- রামগড়ে মুক্তিযোদ্ধারা পেলেন ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড

সভা শেষে জেলা প্রশাসক ১২২টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে ১৮ হাজার ৪শ টাকা করে মোট ২৩ লক্ষ ১৮ হাজার টাকা বিতরণ করেন।

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সরকারের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। হবিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত রয়েছে। আমরা সেই দৃষ্টান্ত বজায় রাখতে হবে। তিনি সকলকে একটু সহিষ্ণু হয়ে সার্বজনীন উৎসব করার আহবান জানান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।