ঢাকাTuesday , 27 September 2022
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া ও কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

নৌকাডুবিঃ পঞ্চগড়ে মৃত বেড়ে ৬৮, নিখোঁজ অনেকে

Link Copied!

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে রাত ৮ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। এরমধ্যে নারী ২৮, পুরুষ ১৬ ও ২৪ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন-  নৌকাডুবিঃ মৃত বেড়ে ৬৫, উদ্ধার অভিযান এখনো চলছে

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক শেখ মোঃ মাহাবুবুল আলম বলেন, ‘সকাল থেকে পঞ্চগড় এবং আশেপাশের জেলার আটটি ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার কাজ করছে। এর বাইরে রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে তিনটি ডুবুড়ি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। এখন পর্যন্ত ৬৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

আরও পড়ুন- নৌকাডুবিঃ পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১

এদিকে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের স্বজনরা মঙ্গলবার ভোর থেকেই ঘটনাস্থল করতোয়ার আওলিয়ার ঘাট ও এর আশেপাশে নিজ উদ্যোগে তাদের স্বজনদের খোঁজ করছেন।

বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী বলেন, ‘এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছুক্ষণ পর পর লাশ উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। শনাক্তের পর আমরা তা তালিকাভুক্ত করছি।’

আরও পড়ুন- নৌকাডুবিঃ হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী এবং অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…