দিনাজপুরের নবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ সোহাগ বাবু(৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত ব্যাক্তি হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের ষষ্টি পাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ধরন্দা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
আরও পড়ুন- বিনামূল্যে ক্যানসারের চিকিৎসা ডিআরইউ সদস্য-পরিবারের জন্য
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, আজকে সকালে গোপন সংবাদের ভিতিত্তে উপজেলার বড় বাড়ীয়া মৌজার ধরন্দা গ্রামের শাহাজুল ইসলামের বসতবাড়ির উত্তর-পশ্চিম দিকে তুলসী ডাঙ্গা নদীর পূর্ব পাড়ে লুলু মিয়ার ইউক্লিপক্টাস বাগানের ভেতর অভিযান চালিয়ে ২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর বিঞ্জ আদালতে পেরন করা হয়েছে।