ঢাকাSaturday , 24 September 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • মাদক ও জুয়ায় কোন ছাড় নয় : লক্ষ্মীপুরের পুলিশ সুপার

    Link Copied!

    চন্দ্রগঞ্জ থানা এলাকার বিভিন্ন শ্রেণি পেশার সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। শনিবার বিকেলে চন্দ্রগঞ্জ রাজমুকুট কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

    এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্টাক্টর, সহ-সভাপতি এম ছাবির আহম্মদ, মহিলা আওয়ামী লীগের নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ।

    এছাড়া চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির নেতা সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলুসহ অনেকেই বক্তব্য রাখেন।

    পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আইন-শৃঙ্খলার উন্নয়নের বিকল্প নেই। মাদক কারবারি ও জুয়ায় কোন রকম ছাড় দেয়া হবেনা। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে সম্মান করুন। এসময় পুলিশ সুপার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন।

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 739

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…