ঢাকাSaturday , 24 September 2022

লক্ষ্মীপুরে চরশাহী ইউনিয়নে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত

নূর মোহাম্মদ
September 24, 2022 5:39 pm
Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১২ নং চরশাহী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সৈয়দপুর গাইন বাড়ির আঃ রবের বসত ঘরে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ২ টায় দরজা ভেঙে ঘরে ডুকে অস্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে বেঁধে পেলে।

এসময় ডাকাতদল ঘরের আসবাবপত্র ভেঙ্গে
প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ টাকা, তিনটি এন্ড্রয়েড মোবাইল
সেট, তিনটি বাটন মোবাইল ফোনসহ, বিদেশী কসমেটিক নিয়ে যায়।
পরে শোরচিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলেও ততক্ষণে ডাকাত দল চলে যায়।
দাসের হাট ফাঁড়ি থানা থেকে মাত্র তিনশ গজ দূরত্বে এ ধরনের ডাকাতির কারনে এলাকায় আতঙ্কে বিরাজ করছে।
ঘটনার পর ইউপি চেয়ারম্যান, দাসের হাট ফাঁড়ি থানার পুলিশ, ও চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোসলে উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে চরশাহী ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু বলেন, বিগতদিনে এলাকায় চুরি ডাকাতির সাথে সংশ্লিষ্টরা আবারও সক্রিয়। তাছাড়া নোয়াখালী সীমান্তবর্তী হওয়ায় অপরাধীরা সহজে পালিয়ে যেতে পারে।
এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চৌকিদারদের সাথে বাড়তি লোকজন টহল দিচ্ছে।
দাশের হাট ফাঁড়ি থানার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোসলে উদ্দিন জানান, ডাকাতির ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে, অচিরেই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

শীর্ষ সংবাদ ডেস্কঃ

শীর্ষ সংবাদ ডেস্কঃ

প্রতিবেদক

ঢাকা

সর্বমোট নিউজ: 649

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…