লক্ষ্মীপুরের রায়পুরে চরমোহনা ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার উদ্ধোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধা পর্যন্ত রায়পুরের চরমোহনা ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা পরিষদের পাশে কেন্দ্রীয় শহীদ মিনার ও শহরের ধানহাটা এলাকায় এসিল্যান্ড অফিসের কার্যক্রমে অংশগ্রহন করেন জেলা প্রশাসক।।
এছাড়াও একই দিনে জেলা প্রশাসক সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারের আধুনিক শেড এর ছাদ ঢালাই কাজ, এসিল্যান্ড অফিসের নবনির্মিত রেকর্ড রুম “আর্কাইভ”, গাড়ি রাখার গ্যারেজের আধুনিকায়ন কাজসহ উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরি ও ফিটনেস ক্লাবের চলমান কাজ পরিদর্শনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান এবং পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ, সহকারি কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, ওসি শিপন বড়ুয়া, চরমোহনা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাঠান প্রমূখ।
ইউএনও অনজন দাশ বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ সঠিকভাবে করতে পেরে নীজেদের ধন্য মনে করছি। যতদিন দায়িত্বে আছি সরকারের উন্নয়ন কাজগুলো যেন সুন্দরভাবে করতে পারি সকলের সহযোগিতা কামনা করছি।