নিখোঁজের একদিন পর লক্ষ্মীপুরের রায়পুরে আয়েশা ইসলাম রাফিজা নামের শিশুর (৩) লাশ উদ্ধার করা হয়েছে। খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয়রা। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি খাল থেকে তার ভাসমান মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
শিশু রাফিজা রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর মোহনা গ্রামের ফরায়েজী বাড়ির মো. সুমনের ছোট মেয়ে।রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলের দিকে শিশুটি নিখোঁজ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে শিশুটি তার বাড়ির পাশে রাস্তায় খেলতে গিয়ে লোকজনের অগোচরে পার্শ্ববর্তী খালে (নালা) পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে বিভিন্নস্থানে খোঁজ করেও পায়নি। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে সেলিম নামে এক প্রতিবেশি খালের পানিতে শিশুর লাশ ভাসতে দেখে তার পিতা-মাতাকে খবর দেন।।
রায়পুর থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ ইরফান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় এবং শিশুটির মায়ের আবেদনের ভিত্তিতে মানবিক কারণে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।