গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

হিলিতে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বন্যার কারণে স্থগিত হয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতেও এসএসসি ও সমমানের পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ থেকে ১ টা পর্যন্ত এই পরীক্ষা চলে। উপজেলায় তিনটি কেন্দ্রে ১০৪৫ জন পরিক্ষার্থী অংশগ্রহন করেছেন। এই উপজেলাতে মাধ্যমিক বিদ্যালয় ২২টি ও মাদ্রাসা-১৩টি প্রতিষ্ঠানের পরিক্ষার্থী অংশগ্রহন করেন।

আরও পড়ুন- গলাচিপায় শান্তিপূর্ণভাবে ২০২২ সনের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, হাকিমপুর উপজেলাতে মোট তিনটি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারী করা হয়েছে। পরীক্ষায় সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃংখলা বাহিনী ও ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে। এ ছাড়া মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা চলাকালে ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত উপজেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5130

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
সর্বশেষ
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • আমাদেরকে ফলো করুন…