দিনাজপুরের নবাবগঞ্জে মাদকদ্রব্য হিরোইন ও ইয়াবাসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আসামী হলো তর্পনঘাট গোলাবাড়ী গ্রামের ইমাম উদ্দিনের ছেলে নুর আলম(২১) ও জগন্নাথপুর জিগাকাঠাল গ্রামের আইয়ুব আলীর ছেলে গোলাম মোস্তফা(২৬)।আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলায় নবাবগঞ্জ- বিরামপুর রোডের সংগীতার মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২.৩৫ গ্রাম হেরোইন এবং ৩১ পিস ইয়াবা জব্দ করা হয়।
আরও পড়ুন- গুড়ি-গুড়ি বৃষ্টিতে নাজেহাল জবি শিক্ষার্থীরা
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, আজকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সিএনজি করে দুই জন ব্যাক্তি মাদকদ্রব্য নিয়ে আসছে। এমন সংবাদে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে নবাবগঞ্জ – বিরামপুর রোডের সংগীতার মোড় নামক স্থান থেকে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছে থাকা অবস্থায় ২.৩৫ গ্রাম হেরোইন ও ৩১ পিচ ইয়াবা জব্দ করে।তাদের বিরুদ্ধে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির ৮(ক)/১০(ক) ধারায় মামলা রুজু করা হয়।