গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

লক্ষ্মীপুর থেকে ৯৯৯-এ ফোন করে প্রাণে বাঁচল ৮ জেলে

শীর্ষ সংবাদ নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২২ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন কলের পর লক্ষ্মীপুরের নৌপুলিশের উদ্ধার অভিযানে প্রাণে বাঁচলেন বরিশালের ৮ জেলে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় বড়খেরী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ। এর আগে মঙ্গলবার বিকেলে মাছ ধরার ট্রলারযোগে সাগর থেকে ফেরার পথে ডুবোচরে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে যায় জেলেদের। পরে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদীর চর আব্দুল্যাহ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন, বরিশালে হিজড়া উপজেলার কাকুড়ীয়ার বাসিন্দা ইসমাইল ফরাজী, সাইফুল ফরাজী, ইব্রাহিম, সাদ্দাম, রাব্বি, আব্দুল, নুরুল ইসলাম ও মো.শুক্কুর।

জানা যায়, মঙ্গলবার সকালে সাগর থেকে ট্রলারযোগে ফিরছিলেন ৮ জেলে। হঠাৎ রামগতির চর আব্দুল্লাহ এলাকায় পৌঁছালে ডুবোচরে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে যায়। এ সময় তারা চরে আশ্রয় নেন। দুপুর থেকে জোয়ারের পানি বাড়তে থাকলে তারা চিৎকার দিতে থাকে।

এ সময় হৃদয় নামে এক জেলে মাছ ধরার ছোট একটি নৌকাযোগে ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন। তখন প্রবল স্রোতে তার ছোট নৌকায় ৮/১০জন লোককে নেওয়া সম্ভব হয়নি। পরে ৯৯৯-এ কল করে অনুরোধ জানান ওই জেলে।

পরে নৌপুলিশের নিয়ন্ত্রণ কক্ষের তৎপরতায় বিকেলে তাদের উদ্ধার করা হয় বলে জানায় নৌপুলিশ।

নিউজ ডেস্কঃ

নিউজ ডেস্কঃ

প্রতিবেদক

ঢাকা

সর্বমোট নিউজ: 818

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।