বগুড়া শহরের স্টেশন রোডে বাংলাদেশ রেলওয়ে কর্মচারি কল্যাণ ট্রাস্ট’র লিজ নেয়া জায়গায় নকশা বর্হিভূতভাবে নির্মিত মার্কেট একাংশ ভেঙে ফেলা হয়েছে।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় স্টেট অফিসার পুর্নেন্দু দেব এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ।
আরও পড়ুন- ভারত থেকে শূন্য হাতে ফিরিনিঃ প্রধানমন্ত্রী
তিনি জানান, রেলওয়ে কর্মচারি কল্যাণ ট্রাস্ট’র লিজ নেয়া জায়গায় নকশা বর্হিভূতভাবে নির্মিত বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী সরকার রেলওয়ে কর্মচারি কল্যাণ সুপার মার্কেটের একটি অংশ ভেঙে ফেলা হচ্ছে। নকশায় ৭০ ফুট-১০০ ফুট একটি গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল। মার্কেট কর্তৃপক্ষ সেই গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে স্থপানা নির্মাণ করেছিল। সেই অবৈধ স্থাপনায় উচ্ছেদ করা হয়।