গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

লক্ষ্মীপুরে ৭ মোটরসাইকেল চোর আটক

শীর্ষ সংবাদ নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ।আটককৃতরা সিপাত, পারভেজ, রুবেল, রিশাদ, রিয়াদ, সোহেল, সুমন তারা সবাই রামগঞ্জ উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মিট দ্যা প্রেসে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ এ তথ্য জানান।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেল চুরির মামলার পরিপ্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর সকাল নয়টায় রামগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলের কাগজপত্র চাইলে কাগজপত্র দিতে না পারায় রুবেলকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেল তিনটি উদ্ধার করা হয়। পরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি ছয়জনকে আটক করা হয়।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, আসামিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক চুরির অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

মিট দ্যা প্রেসে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মংনেথোয়াই মারমা, ডিআইও-১ আজিজুর রহমান মিয়া, সদর থানার ওসি মোস্তফা কামাল, ডিবি ওসি শাহাদাত হোসেন টিটো প্রমুখ।

নিউজ ডেস্কঃ

নিউজ ডেস্কঃ

প্রতিবেদক

ঢাকা

সর্বমোট নিউজ: 818

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
সর্বশেষ
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • আমাদেরকে ফলো করুন…