গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্কঃ
সেপ্টেম্বর ১২, ২০২২ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রামগতিতে দেশীয় তৈরী একটি এলজিসহ মো. ইব্রাহিম (৩৭) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার চরপোড়াগাছার নতুন বাজার কাইচ্ছার টেক এলাকা থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এদিন দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডাকাত ইব্রাহিম রামগতি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্যা ইউনিয়নের চর গজারিয়া গ্রামের মো. আবুল কালামের ছেলে। চর পোড়াগাছা এলাকায় তার আরেকটি বাড়ি রয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরপোড়াগাছা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতঘর থেকে একটি এলজি উদ্ধার করা হয়েছে। পরে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে ডাকাতুসহ একাধিক মামলা রয়েছে।

তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্রটি একটি দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত লোহার এলজি।

নিউজ ডেস্কঃ

নিউজ ডেস্কঃ

প্রতিবেদক

ঢাকা

সর্বমোট নিউজ: 818

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।