গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

লক্ষ্মীপুরে মোটরসাইকেল ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

শীর্ষ সংবাদ নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে মোটরসাইকেল এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মুহাম্মাদ জাবের হোছাইন (৩০) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২ টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের যাদৈয়ার জাগিদার বাড়ির পোলের গোড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাবের সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন শিবিরের সভাপতি এবং সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত ইদ্রিস মিয়া। তিনি টুমচর কামিল মাদ্রাসার কামিল ২য় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, জাবের মোটরসাইকেল যোগে মান্দারী এলাকা থেকে জকসিনের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস জাবেরের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃদুল কান্তুি কুরি বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ ডেস্কঃ

নিউজ ডেস্কঃ

প্রতিবেদক

ঢাকা

সর্বমোট নিউজ: 818

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।