গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা ৫ আসনে উপনির্বাচনে মনোনয়ন সহ ৬১ টি জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
পিরোজপুর জেলা পরিষদের দলীয় সমর্থন পান, বঙ্গবন্ধুর পক্ষে পিরোজপুর মহাকুমায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী শহীদ ওমর ফারুকের বোন, বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক সালমা রহমান।
সালমা রহমান ছাড়াও সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মহারাজ জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন।
আরও পড়ুন- ৬১ জেলা পরিষদ নির্বাচনে নৌকার টিকিট পেলেন যারা
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাই ১৮ সেপ্টেম্বর, বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ১৭ অক্টোবর ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে।
এ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক।
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর জেলার মোট ভোটার ৭৪৭ জন।