ঢাকাSunday , 11 September 2022
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া ও কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

বিরামপুরে ধর্মীয় উপাসনালয় ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিঘলচাঁদ গ্রামে খ্রীষ্টধর্মীয় উপাসনালয় ভাংচুর, বাইবেল ও ক্রুশ অবমাননাকারীদের শাস্তির দাবিতে প্রেসক্লাব মোড়ে মহাসড়কের পাশে খ্রীষ্টসম্প্রদায়ের লোকজন মানববন্ধন করেছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে খ্রীষ্টসম্প্রদায়ের লোকজন এই মানববন্ধন করেন।

মানববন্ধনে এলাকার নারী-পুরুষদের নিয়ে দিঘলচাঁদ ইউনাইটেড বেথানী চার্চের সভাপতি ও পালক ইলিয়াস সরেন বলেন, ২০০৬ সালে দিঘলচাঁদ গ্রামের মুচিয়া মার্ডি ও তার ছেলেরা খ্রীষ্টধর্ম গ্রহণের আবেদন করে। সেই মোতাবেক ২০০৬ সালের ৩০ জুন তারা খ্রীষ্ট ধর্মে দীক্ষিত হন। মুচিয়া মার্ডি গ্রামে গির্জা নির্মানের জন্য ৩৩ শতক জমি দান করেন। ২০১৪ সালে মুচিয়া মার্ডি মারা গেলে তার ছেলেরা জমি দখলের চেষ্টা করে। চলতি বছর ২১ এপ্রিল বিবাদিরা গির্জার দরজা জানালা ভাংচুর করে এবং ১০ জুন ঘরের টিন ও আসবাবপত্র নিয়ে যায়। এসময় তারা বাইবেল অবমাননা ও ক্রুশ ভাংচুর করে।

আরও পড়ুন-  রাতে একা পরীক্ষা দেবেন এসএসসি শিক্ষার্থী

এঘটনায় মুচিয়া মার্ডির ছেলে বিষান মার্ডিসসহ ১১জনকে আসামী করে গির্জার সেক্রেটারী জোহান হাঁসদা ২০ জুলাই আদালতে মামলা করেছে। তিনি ঘটনার তদন্ত সাপেক্ষে খ্রীষ্ট ধর্মীয় উপাসনালয় ভাংচুর, বাইবেল ও ক্রুশ অবমাননাকারী প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এসময় একই দাবীতে আরো বক্তব্য রাখেন, পারগানা কেরোবিন হেমরম, আলেকসিউস হেমরম প্রমূখ।

এতে গির্জার সেক্রেটারী জোহন হাঁসদাসহ এলাকার শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…