কক্সবাজারের উখিয়ায় ইটবোঝাই ট্রাক উল্টে দুই রোহিঙ্গা কিশোরী নিহত হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১৫ এর ই-৯ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ক্যাম্প ১৫ এর ব্লক-জি/১২ এর জিয়াবুল হকের মেয়ে কানতা (১৪) ও একই ক্যাম্পের ব্লক-জি/২ এর আব্দুস সালামের মেয়ে নুর কলিমা (১২)।
আরও পড়ুন- খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে পরিবারের আবেদন
৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, ইটবোঝাই একটি ট্রাক উল্টে ক্যাম্পের দুই পথচারী রোহিঙ্গা কিশোরী মারা যায়। খবর পেয়ে ৮ এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।