ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভানোর ইউনিয়নের আরাজী দুলেপুর গড়পাড়ায় এই ঘটনা ঘটে।
মৃত্যুরা হলেন আরাজি দুলেপুর গড়পাড়া নামক গ্রামের মালা রায় ও জোসনা বেগমের মেয়ে ময়না (১০) ও একই গ্রামের মহেন এবং ভারতী রানীর মেয়ে মল্লিকা রানী (১৩), সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।
আরও পড়ুন- আমার আকাশেরও চাঁদ কেড়ে নিলো রে..!
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট্ট ভাতিজা পুকুরে গোসল করার সময় গভীর পানিতে চলে গেলে সাতার না জানা দুই ফুপু ও বোন তাকে উদ্ধার করতে গেলে তারাও গভীর পানিতে তলিয়ে যায়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পোঁছেছি। ওসি আরও জানান পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।