অতি জোয়ারের কারণে মেঘনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভোলার নির্মাঞ্চলের ১২টি গ্রাম এবং ইলিশা ফেরিঘাট তলিয়ে গেছে। এতে ফেরিতে পরিবহন উঠানামায় যেমন সমস্যা দেখা দিয়েছে ঠিক একইভাবে পানিবন্দি এলাকাগুলোর মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) মেঘনা নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
রাজাপুর ইউনিয়নের দক্ষিন রাজাপুর, কন্দকপুর, শ্যামপুর, মেদুয়া, ধনিয়া ইউনিয়নের গঙ্গাকীর্তি, বলরামসুরা, কালীকির্তীসহ ১২ গ্রামে প্লাবিত হয়েছে মেঘনার পানিতে।
আরও পড়ুন- বেনাপোলে আড়াই কোটি টাকার স্বর্ণসহ আটক ১
রাজাপুর গ্রামের বাসিন্দা রুমা বেগম বলেন, ‘দুই দিন ধরে পানিতে তলিয়ে ঘর বাড়ি, আমরা অনেক দুর্ভোগে রয়েছি।’
নুর জাহান বেগম নামে অপর এক বাসিন্দা বলেন, ‘আমাদের ঘরের রান্নার চুলো জ্বলছে না। আমরা পানির মধ্যে ভাসছি। পূর্ণিমায় সৃষ্ট জোয়ারের প্রভাব ও নিম্নচাপের প্রভাবে মেঘনার পানি বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।’
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্ররকৌশলী হাসানুজ্জামান বলেন, ‘অতি জোয়ারে বাঁধের বাইরের নিচু এলাকা প্লাবিত হয়েছে।’