ঢাকাTuesday , 6 September 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেরি হওয়ায় ভাঙন তীব্র হচ্ছেঃ পাউবো মহাপরিচালক

    Link Copied!

    তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেরি হওয়ায় নদীর ভাঙন পরিস্থিতি তীব্র হয়েছে। তবে প্রস্তাবিত নতুন প্রকল্প বাস্তবায়িত হলে এ ভাঙন আর থাকবে না বলে মন্তব্য করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মোঃ বজলুর রশিদ।
    আজ মঙ্গলবার কুড়িগ্রামের তিস্তা ও ধরলার ভাঙনকবলিত এলাকা এবং চলমান প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    পাউবোর মহাপরিচালক বজলুর রশিদ বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিচ্ছে। পাউবোর জরুরি তহবিল থেকে জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা করা হচ্ছে। ভাঙনরোধে একটি নতুন প্রকল্প প্রক্রিয়াধীন। ওই প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তায় আর ভাঙন থাকবে না।

    বজলুর রশিদ আরও বলেন, কুড়িগ্রামে নদ-নদীর ভাঙনরোধে ১৩টি প্রকল্পের কাজ চলমান। প্রকল্পের পাশাপাশি ভাঙনকবলিত এলাকায় আপত্কালীন কাজ করা হচ্ছে। ওই কাজে উৎসাহ দিতেই পরিদর্শনে এসেছেন বলে তিনি জানান।

    পরিদর্শনকালে পাউবোর অতিরিক্ত মহাপরিচালক মিজানুর রহমান, রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আমিরুল হক ভূঁইয়া, প্রকৌশলী খুশি মোহন সরকার, নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    শীর্ষসংবাদ/নয়ন

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4982

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…