দিনাজপুরের হিলিতে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ জাহানারা বেগম (৫৫) নামের এক নারীকে আটক করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) দুপরে উপজেলার উত্তর বাসুদেব এলাকা স্বাধীনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার বাড়িতে লুকানো রাখা ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত নারী উক্ত এলাকার আরমান হোসেনের স্ত্রী।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আবু সায়েম বলেন, উপজেলার উত্তর বাসুদেব পুর এলাকায় জাহানারা বেগম বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘ দিন থেকে মাদকের ব্যবসা করে আসছিলো, আজকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে স্বাধীন হোসেনের বাড়িতে ভাড়া থাকা অবস্থায় তাকে আটক করা হয়। এসময় তার ঘড় থেকে ১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।