গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো চূড়ান্ত, জেনে নিন— কে কার মুখোমুখি কবে খেলবে

শীর্ষ সংবাদঃ
জুন ২৭, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। ৩২ দলের প্রতিযোগিতা এখন নেমে এসেছে ষোলো দলে। প্রথম পর্বে যেমন দেখা গেছে কিছু অঘটন, তেমনি ফুটবল রোমাঞ্চও কম ছিল না। এবার শুরু হচ্ছে নক-আউটের লড়াই।

গ্রুপ পর্বের সবচেয়ে বড় চমক ছিল ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো ও ফ্ল্যামেঙ্গোর কাছে পিএসজি ও চেলসির হার। যদিও শেষ পর্যন্ত শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে পিএসজি ও চেলসি, কিন্তু শুরুটা তাদের জন্য ছিল রীতিমতো দুঃস্বপ্ন।

বিদায় নিতে হয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ, এফসি পোর্তোর মতো ইউরোপিয়ান ক্লাবকে। অন্যদিকে, ব্রাজিলেল চারটি ক্লাবের সবকটি শেষ ষোলো নিশ্চিত করলেও আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।

শেষ ষোলোর ১৬ দল-পালমেইরাস, বোতাফোগো, পিএসজি, চেলসি, ফ্লামেঙ্গো, ইন্টার মিয়ামি, ইন্টার মিলান, ফ্লুমিনেন্স, বেনফিকা, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, মন্টেরে, জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, আল হিলাল।

রাউন্ড অব সিক্সটিনের সূচি
২৮ জুন: পালমেইরাস-বোতাফোগো (ফিলাডেলফিয়া)
২৯ জুন: বেনফিকা-চেলসি (শার্লট), পিএসজি-ইন্টার মিয়ামি (আটলান্টা)
৩০ জুন: ফ্লামেঙ্গো-বায়ার্ন মিউনিখ (মিয়ামি গার্ডেন্স)
১ জুলাই: ইন্টার মিলান-ফ্লুমিনেন্স (শার্লট), ম্যান সিটি-আল হিলাল (অরল্যান্ডো)
২ জুলাই: রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস (মিয়ামি গার্ডেন্স), ডর্টমুন্ড-মন্টেরে (আটলান্টা)

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।