গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

গাইবান্ধায় পুকুরে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতাঃ
অক্টোবর ১০, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দেড় বছর বয়সী যমজ দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো আমিনুল ইসলাম ও আমিনা আক্তার। তারা ওই গ্রামের শাহ আলম মিয়ার যমজ সন্তান।

আরও পড়ুন- জার্মান দূতাবাসে রাশিয়ার মিসাইল হামলা

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দুপুরে দুই সন্তানকে বাড়িতে রেখে এক প্রতিবেশীর বাড়িতে সমিতির কিস্তি দিতে যান মা গোলেনুর বেগম। শিশু দুটি বাড়িতে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায়। তাদের মা কিস্তি দিয়ে বাড়িতে এসে সন্তানদের না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের পুকুরের পানিতে শিশু দুটির মরদেহ ভাসতে দেখেন তিনি। পরে স্থানীয়রা ছুটে এসে যমজ দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম বলেন, যমজ শিশু দুটি প্রতিবেশীর পুকুরে ডুবে মারা যায়। ঘটনাটি মর্মান্তিক।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5130

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
সর্বশেষ
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • আমাদেরকে ফলো করুন…