দিনাজপুরের হাকিমপুর উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক, উপজেলা সাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্যামল দাস, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, আলিহাট ইউপি চেয়ারম্যান সুফিয়ান হোসেন, থানা অফিসার ইনচার্জ আবু সায়েম, প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, এ কমিটি উপজেলায় সম্প্রীতি-সমাবেশ, উদ্বুদ্ধ করণ সভা, জনসচেতনতামুলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক, সামজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে সর্বদা সচেষ্ট থাকবে। ধর্মীয় উগ্রবাদ, জঙ্গবাদ প্রতিহত করা সহ সকল ধর্মের উৎসব উদ্দিপনা শান্তিপুর্ন ভাবে পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।