ঢাকাSaturday , 1 June 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

    Link Copied!

    লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১লা জুন) বেলা ১২ টার দিকে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়।

    অয়োজিত এ অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৫ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। একই অনুষ্ঠানে দালাল বাজার ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট মো. নজরুল ইসলামকেও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি।

    সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দালাল বাজার ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট মো নজরুল ইসলাম, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলনএন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ ও তাপস কুমার শর্মা প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফুর রহমান কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, যারা জিপিএ ৫ পেয়েছো, তারা পরবর্তী এসএসসির শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে। যাতে আগামীতে ২৫ জন জিপিএ ৫ পেয়ে সংবর্ধিত হতে পারে। আর যারা পায়নি তার পরবর্তী ধাপের পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। যাতে আরো ভালো করা যায়। তবে হতাশ হয়া যাবে না। এসময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের উদধৃতি দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও বলেন, মনে রাখতে হবে জীবন মানে যুদ্ধ। হয় বিজয়ী হবো, না হয় শিখবো। তবুও হাল ছাড়া যাবে না। বাংলাদেশ ডিজিটাল থেকে এখন স্মার্ট দেশ গড়ার লক্ষ্য হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। আজকে তোমরা যারা শিক্ষার্থী, তোমরাই হবে তার অংশিদার। স্মার্ট বাংলাদেশ বাস্তবানয়নে শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষার মান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। এসময় বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে একটি পাঠাগার স্থাপনের প্রতিশ্রুতি দেন এ কর্মকর্তা।
    এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেন দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
    প্রসঙ্গত, এবারের ২০২৪ সালেল এসএসসি পরীক্ষায় দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০৮ জন ছাত্রী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৯৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। এর মধ্যে ৫ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে কৃতকার্য হয়েছেন।

    শীর্ষ সংবাদ

    শীর্ষ সংবাদ

    সর্বমোট নিউজ: 260

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…