ঢাকাThursday , 30 May 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • উপজেলা নির্বাচনে সালাহউদ্দিন টিপুর হ্যাটট্রিক জয়

    Link Copied!

    তৃতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব‍্যবধানে জয় পেয়েছেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থী এ কে এম সালাহ উদ্দিন টিপু। তিনি জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। এ নিয়ে তিনবার তিনি বিপুল ভোটে জয় লাভ করেন।

    বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল থেকে এ তথ্য পাওয়া যায়।

    লক্ষ্মীপুর সদর উপজেলার ২১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৯২ কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে টিপু পেয়েছেন ৬৯ হাজার ৭০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩৯৭ ভোট। এ হিসেবে সালাহ উদ্দিন টিপুর ভোটের ব‍্যবধান ৬৩ হাজার ৩০৭ ভোট।

    এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীক নিয়ে ৩৩ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. ইউছুফ পাটওয়ারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীক নিয়ে মো. হাফিজ উল্যাহ পেয়েছেন ৩১ হাজার ১৫৬ ভোট।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতিক নিয়ে ৪১ হাজার ৭৬৮ ভোটে ফরিদা ইয়াসমিন লিকা বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী খালেদা আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭১৫ ভোট। তিনি বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

    লক্ষ্মীপুর সদর উপজেলায় এই নিয়ে টানা তিনবার বিপুল ভোটে জয়ী হয়েছেন একেএম সালাহ উদ্দিন টিপু। এর মধ্যে ২০১৪ সালে আওয়ামী লীগ মনোনীত এবং ২০১৮ সালে বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় লাভ করেন তিনি।

    শীর্ষ সংবাদ

    শীর্ষ সংবাদ

    সর্বমোট নিউজ: 260

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…