গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

নিজের প্রতীকে ভোট দিয়ে ফেসবুকে ব্যালটের ছবি প্রকাশ চেয়ারম্যান প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক :
মে ২৯, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

গোপন কক্ষে ভোট দিয়ে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। একই অভিযোগ তার স্ত্রীর বিরুদ্ধেও। তিনিও ভোট দেয়ার পর ব্যালটের ছবি প্রকাশ করে বলেছেন, আলহামদুলিল্লাহ। ফেসবুকে ওই প্রার্থী ও তার স্ত্রীর স্ট্যাটাস দেয়ার পরপরই ছবিটি চারদিকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে আলোচনা-সমালোচনার জন্ম নেয়।

অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থীর নাম সালাহ্ উদ্দিন টিপু। তিনি লক্ষ্মীপুর পৌরসভার আলোচিত সাবেক পৌর মেয়র মরহুম আবু তাহের এর পুত্র এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা যুবলীগের সভাপতি।

বুধবার (২৯ মে) সদর উপজেলার পৌর শহরের মধ্য বাঞ্চানগর এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ওই প্রার্থী নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এরপরেই তিনি তার ‘সালাহ্ উদ্দিন টিপু নামের ফেসবুক আইডি থেকে ব্যালটের ছবি পোস্ট করেন।

একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তার স্ত্রী জান্নাতুল নাইম মৌসুমীও। দুপুর দুইটার দিকে ফেসবুকে পোস্টকৃত ছবিতে দেখা যায় চেয়ারম্যান পদপ্রার্থী সালাহউদ্দিন টিপু ‘কাপ পিরিচ’ প্রতিকে সিল মারা একটি ব্যালট পেপারের ওপর একটি বৃদ্ধাঙ্গুলে অমোচনীয় কালি লাগানো। এ সময় তিনি তার ফেসবুকে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, নাগরিকতা অর্জনের ১২ বছর। বুইজারা, কে কে তোমাগো দুলাভাইরে (ইমোজি) ভোট দিয়া আসছো?’ মুহূর্তেই পোস্ট ভাইরাল হয়। এ সময় প্রার্থীর সমর্থকরা বিজয়ের আশ্বাসে বিভিন্ন কমেন্ট করতে দেখা যায়।

এ বিষয়ে চেষ্টা করেও চেয়ারম্যান প্রার্থী সালাহ্ উদ্দিন টিপু ও তার স্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, ‘সিল মারা ব্যালট পেপার গোপনীয় বিষয়। কোনো প্রার্থী যদি গোপনীয় সিল মারা ব্যালট ফেসবুকে প্রচার করে তা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

শীর্ষ সংবাদ নিউজঃ

শীর্ষ সংবাদ নিউজঃ

সর্বমোট নিউজ: 260

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।