লক্ষ্মীপুরের রায়পুরে দ্বিতীয়বারের মত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হওয়ায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদের গলায় টাকার মালা পরিয়ে আনন্দ মিছিল বের করেছেন সমর্থকরা।
শনিবার (২৫ মে) বিকালে মিছিলটি দক্ষিন চরবংশী ইউনিয়নের মোল্লারহাট বাজারে প্রদক্ষিণ করে আওয়ামীলীগের দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রশীদ মোল্লার কার্যালয়ে শেষ করা হয়।। এ সময় মিছিলে তাদের কয়েকশত কর্মী-সমর্থক বাদ্য যন্ত্রের তালে নেচেগেয়ে আনন্দ উল্লাস করেন।
মিছিলে অংশগ্রহন করেন চরবংশী ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রশীদ মোল্লা, তার ছেলে ইউনিয়ন আ’লীগ সভাপতি মনির হোসেন মোল্লা, ইউপি সদস্য দিদার হোসেন মোল্লাসহ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্যরা।।
গত ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে রায়পুর উপজেলায় আনারস প্রতীকে অধ্যক্ষ মো. মামুনুর রশিদ ৩৬ হাজার ৫৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটর সাইকেল প্রতিক নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার ৩৩ হাজার ৮০৮ ভোট পেয়েছেন।
তাই নবনির্বাচিত চেয়ারম্যানের গলায় টাকার মালা পরিয়ে আনন্দ মিছিল করেন সমর্থকরা।
নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ বলেন, টাকায় ভালোবাসা কেনা যায় না। তাই গ্রামবাসীসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীরা আনন্দ মিছিলে উপহার হিসেবে ৫০০ টাকা দিয়ে মালা বানিয়ে গলায় পরিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়,, রায়পুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মামুনুর রশিদ (আনারস) ও আলতাফ হোসেন হাওলাদার মাস্টার (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবিএম বারাকাত বিন জাকারিয়া (টিউবওয়েল) ও মো. আনেয়ার হোসেন (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার (কলস), কোহিনুর বেগম (ফুটবল) ও হাজী মাজেদা বেগম (প্রজাপ্রতি) প্রতিদ্বন্দিতা করেছেন। এ উপজেলায় একটি পৌরসভা ও ১০টি ইউনয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৮৬৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৭ হাজার ৫০২ এবং নারী ১ লাখ ১৯ হাজার ৩৬৬ জন। উপজেলার ৭৯টি কেন্দ্রে ভোট হয়েছে।