ঢাকাTuesday , 21 May 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু : গ্রাম জুড়ে শোক

    Link Copied!

    লক্ষ্মীপুরে পানিতে পড়ে সৌদিআরব (প্রবাসী) রাজুর ছেলে ওমর (৫) ডুবে যাচ্ছে। এমন দৃশ্য দেখে তার মেয়ে হাফসা (৮) তার ভাইকে বাঁচাতে গিয়ে ঝাপ দেয় পুকুরে। একসঙ্গেই ভাই-বোনের মৃত্যু হয়। এমন করুণ সংবাদ ছড়িয়ে পড়লে পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে।

    মঙ্গলবার (২১ মে) বিকেল ৩ টার দিকে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি।

    এর-আগে, দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের (১নং ওয়ার্ড) ভবানীগঞ্জ গ্রামের আজিজ উল্লার বাপের বাড়ীর পুকুরে পড়ে ভাই-বোন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। তারা ওই-বাড়ীর প্রবাসী রাজু ছেলে-মেয়ে।

    লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক সচেতন অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আমাদের বাড়ীর আশ-পাশে ছোট-বড় যেসব গর্তে রয়েছে। সেগুলোতে এখন বৃষ্টির পানি জমে আছে। তাই সকল বাবা-মা ও অভিভাবকদের উচিত শিশুদের প্রতি নজর রাখা। আজকের শিশুরা আগামীদিনের কর্ণধার। তাই তাদের বেড়ে উঠা আমাদের সকলের সচেতনতা হওয়া খুবই জরুরী বলে মন্তব্য করেন এ সিনিয়র সাংবাদিক।

    লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল সালাম সৌরভ জানান, হাসপাতালে আনার পূর্বেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

    শীর্ষ সংবাদ

    শীর্ষ সংবাদ

    সর্বমোট নিউজ: 260

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…