biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাSunday , 14 April 2024
 1. অন্যান্য
 2. অর্থ ও বাণিজ্য
 3. আইন-বিচার
 4. আন্তর্জাতিক
 5. আবহাওয়া
 6. কৃষি ও প্রকৃতি
 7. খেলাধুলা
 8. গণমাধ্যম
 9. চাকরি
 10. জাতীয়
 11. ধর্ম
 12. নির্বাচন
 13. প্রবাসের খবর
 14. ফিচার
 15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
 • শেয়ার করুন-

 • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
 • লক্ষ্মীপুরে শিক্ষককে পিলারে বেঁধে নির্যাতনের অভিযোগ

  Link Copied!

  লক্ষ্মীপুরে চুরির অপবাদ দিয়ে এক স্কুল শিক্ষকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শিক্ষকের নাম আক্তার হোসেন বাবু। তিনি রাজধানীর ক্যামব্রিজ স্কলারর্স স্কুলের শিক্ষক।

  গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার আইয়ুব আলী পোলের গোড়া নামক এলাকায় শিক্ষক বাবুকে নির্যাতন করা হয়। পরে গুরুতর আহত তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতনের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

  এ ঘটনায় স্থানীয় বখাটে পেচা সুমনসহ ৫জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন নির্যাতিত শিক্ষকের ভাই মাসুদুর রহমান। এতে আরও ৮ অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

  স্থানীয়রা বলছেন, ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন শিক্ষক বাবু। শুক্রবার রাতে তিনি শহরের আইয়ুব আলী পোলের গোড়া এলাকায় ছোটভাই মাসুদুর রহমানের বাসায় বেড়াতে যান তিনি। ডায়বেটিকস থাকায় এ সময় রাতে হাঁটতে বের হয়েছিলেন বাবু। এসময় পেঁচা সুমন, সাইমন হোসেন, অটোরিকসা চালক আলাউদ্দিন আলো, মমিন উল্যাহ ও সুমনসহ ১০/১২জনের একদল বখাটে ওই শিক্ষককে চোর অপবাদ দিয়ে বিদ্যুৎতের খুঁটির সাথে হাত-পা বেধেঁ ফেলে। এক পর্যায়ে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে চালানো হয় নির্যাতন।

  হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী শিক্ষক আক্তার হোসেন বাবু বলেন, ‘শুক্রবার রাতে স্থানীয় বখাটেরা আমাকে চোর অপবাধ দিয়ে খুঁটির সাথে বেধেঁ বর্বর নির্যাতন চালিয়েছে। স্কুল-কলেজ ও চাকুরী জীবনেও কখন কারো সাথে অন্যায় করিনি। অথচ আমাকে চোর অপবাদ দিয়ে নির্যাতন করা হলো।’

  নির্যাতিত শিক্ষকের ভাই মাসুদুর রহমান বলেন, ‘একটি সভ্য দেশে এই ধরনের বর্বর নির্যাতন কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। এ ঘটনায় থানায় ১২জনকে অভিযুক্ত করে অভিযোগ দিয়েছি। এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।’

  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।’

  Share this...

  বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
  ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
  biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
 • আমাদেরকে ফলো করুন…