কুমিল্লা সিটি করপোরেশন ময়মনসিংহ সিটি করপোরেশনের উপ-নির্বাচন এবং ৫টি পৌরসভার নির্বাচনসহ ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আরও পড়ুন— লক্ষ্মীপুরে দুই জুয়াড়ির হামলার শিকার প্রবাসী
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম এক সংবাদ সম্মেলনে এই তারিখ ঘোষণা করেন।
তিনি জানান, সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি এবং পরদিন ২৩ ফেব্রুয়ারি হবে প্রতীক বরাদ্দ। আগামী ৯ মার্চ হবে ভোট।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।


