নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে চাঁদখানা ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ মে) বিকালে রাধারাণী মহিলা ডিগ্রি কলেজ মাঠে ক্ষিতিশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদখানা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও চাঁদখানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শফিক।
আরও পড়ুন- রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির উপজেলা আহবায়ক রশিদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কোষাধ্যক্ষ বাবু অরুন কুমার দে, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান (বিএ), বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সূজাউদ্দৌলা লিপটন, কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, মাগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু।
প্রধান অতিথি বলেন, উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭ টি ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী চেয়ারম্যান হয়েছে। তারমধ্যে চাঁদখানা ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান হাফিজার রহমান জাতীয় পার্টির ইউনিয়ন সাধারণ সম্পাদক ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।”
আরও পড়ুন- রামগড়ে গাঁজা ও ইয়াবাসহ আটক একজন
আহসান আদেলুর রহমান আদেল আরও বলেন, “আজ এ শূন্য আসনে জাতীয় পার্টি আবার বিজয় লাভ করবে আপনাদের ভোটে। লাঙ্গলের গণজোয়ার উঠেছে চাঁদখানার মাটিতে। চাঁদখানার মানুষ শফিককে বেচে নিয়ে মাঠে কাজ করছে। আপনারা সবাই ২৫ মে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে শফিকুল ইসলাম শফিককে জয়যুক্ত করবেন তো? উপস্থিত জনতা লাঙ্গল, লাঙ্গল বলে শ্লোগান দিয়ে বর্ধিত সভাকে মুখরিত করে তোলে।
বর্ধিত এই সভায় অংশ গ্রহণের পূর্বে সংসদ সদস্য শফিকুল ইসলামকে সাথে নিয়ে চাঁদখানা ইউনিয়নের সকল ওয়ার্ডে মোটর সাইকেল শোভাযাত্রায় গণসংযোগ করেন। পরে শফিকুল ইসলাম শফিকের হাতে লাঙ্গল তুলে দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।