ঢাকাTuesday , 16 January 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

    Link Copied!

    সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় আসলাম হাওলাদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আসলাম হাওলাদারের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামে। তার বাবার নাম আব্দুল খালেক হাওলাদার।

    সোমবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টায় কিং সালমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    গত ১৩ জানুয়ারি রাতে কর্মস্থল থেকে বাসায় যাওয়ার পথে মদিনার তড়িক হিজরি নামক স্থানে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন তিনি।

    আরও পড়ুন—    লক্ষ্মীপুরে ছেলের হাতে মা খুন

    পরিবারের লোকজন জানান, মদিনায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য নয় মাস আগে দেশ থেকে যান। এর আগে তিনি ওই কোম্পানিতে পাঁচ বছর চাকরি করে দেশে এসে বিয়ে করেন। তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে তার।

    গত ১৩ জানুয়ারি রাতে কর্মস্থল থেকে সাইকেলে করে বাসায় যাচ্ছিলেন তিনি। মদিনার তড়িক হিজরি এলাকায় আসলে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিং সালমান হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা আইসিউতে রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4972

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…