ঢাকাMonday , 16 October 2023
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • মাল্টা আঃ লীগের সভাপতি কাওসার, সম্পাদক রাজিব

    Link Copied!

    মাল্টা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাওসার আমিন হাওলাদারকে সভাপতি এবং রাজিব দাসকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

    রবিবার স্থানীয় একটি হলরুমে কাজেম আলী স্বপনের সভাপতিত্বে এবং কাওসার আমিন হাওলাদারের পরিচালনায় সম্মেলনের শুরুতেই টেলি কনফারেন্সে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।

    আরও পড়ুন—    বড়াইগ্রামে দুর্যোগ প্রশমন, ইঁদুর নিধন, হাত ধোয়া ও খাদ্য দিবস পালিত

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজি মো. ইদ্রিস ফরাজি, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খোন্দকার হাফিজুর রহমান, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম।

    এসময় আরো উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হাবিব চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি মনজুরুল হাসান চৌধুরী সেলিম, গ্রিস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. আল আমিন, স্পেন আওয়ামী লীগের সহ সভাপতি ইকরামুজ্জামান কিরন, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্দুকসি, ইতালি মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা পপি, ফরিদা পারভিন, ডা. কাইয়ুম, রনি হোসাইন, খান লিটন প্রমুখ।

    আরও পড়ুন—    লক্ষ্মীপুরে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    জাহাঙ্গীর কবির নানক বলেন, দণ্ডপ্রাপ্ত জিয়াপুত্র তারেক রহমান লন্ডনে বসে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে আর জামাত বিএনপি তা বাস্তবায়ন করছে। আপনারা প্রবাস থেকে সরকার বিরোধী সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করি। সেই সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের জন্য প্রবাস থেকেই কাজ করে যাবেন।

    সম্মলনে বক্তারা জাতির পিতার মহীয়ান জীবন ও বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
    বক্তারা বলেন, ঐক্যবদ্ধ মাল্টা আওয়ামী লীগের কোন বিকল্প নেই। দলের দুঃসময়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী মাল্টা আওয়ামী লীগ গঠন করে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে হবে।

    বক্তারা আরও বলেন, বিএনপি জামাতচক্র বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে অপচেষ্টা চালাচ্ছে নেদারল্যান্ড আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি তা প্রতিহত করবে এবং প্রবাসে দলের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান।

    আরও পড়ুন—    জয়ের নেতৃত্বে শ্রীলঙ্কায় বাংলাদেশ ইমার্জিং দল

    এ সম্মেলনের মাধ্যমে সংগঠনের সৎ, আদর্শিক, ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীরা দলীয় পদে আসীন হবে। দেশপ্রেমিক, গতিশীল ও নিষ্ঠাবান নেতৃত্ব সম্ভাব্য রাজনৈতিক সব প্রতিকূল পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে সাহসের সঙ্গে মোকাবিলা করবে বলে মনে করেন দলের নেতাকর্মীরা।

    মাল্টা আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেন- বিপুল দাস, রাজিব দাস, তপন ঘোষ, সাইফুল ইসলাম, মাইনুল হাসান, দুর্জয়, তরিকুল ইসলাম মিল্টন, নুর শামিম প্রমুখ।

    নির্বাচন কমিশনার ডা. এস বি দাস অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কাওসার আমিন হাওলাদার এবং রাজিব দাসকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4964

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…