নওগাঁ-২ আসনের নির্বাচন উপলক্ষ্যে এ আসনের ভোটার এলাকা পরিবর্তনের কার্যক্রম স্থগিত রাখতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্রে জানা গেছে, সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে কারিগরি শাখাকে নির্দেশনা দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর।
আরও পড়ুন— টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা
নির্দেশনায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের যেসব এলাকায় অনুষ্ঠিত হবে, সেসব এলাকায় নির্বাচন পর্যন্ত ভোটার স্থানান্তরের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি এ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ৭ জানুয়ারি নওগাঁ-২ আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে বৈধ এক প্রার্থীর মৃত্যুর কারণে আসনটির পুরো নির্বাচন বাতিল করে ইসি। পরবর্তী সময়ে ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ রেখে ফের তফসিল দেয় সংস্থাটি।