গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

নারায়ণগঞ্জে ককটেল ফাটিয়ে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ
জানুয়ারি ৭, ২০২৪ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভোটকেন্দ্র এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানোর পর ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার সময় একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসায় ১৬৯নং কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন—    রিটার্নিং-প্রিজাইডিং-পোলিং অফিসার-এজেন্টের কাজ কী

জানা যায়, ভোটকেন্দ্রটিতে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় এলাকাবাসী ধাওয়া দিয়ে শাহীন নামে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম জানান, একটি ভোটকেন্দ্রে নাশকতার চেষ্টাকালে এলাকাবাসী তাকে ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দিলে গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে খানপুর হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।