চলতি বছরের শুরুতে মাধুরী দীক্ষিত অভিনীত দ্য ফেম গেম দেখা গিয়েছিল জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। মোট ৮টি পর্বের প্রথম সিজনটি বেশ সাড়া ফেলেছিল মাধুরী ভক্তদের মাঝে। এরই ধারাবাহিকতায় এবার ফেম গেমের দ্বিতীয় সিজন আসার কথা ছিল প্ল্যাটফর্মটিতে।
ফেম গেমের প্রথম সিজনে মাধুরী একজন অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন। অনামিকা নামের সেই চরিত্রে অভিনয় করে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
কিন্তু সম্প্রতি বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, নেটফ্লিক্স বর্তমানে মাধুরীর ফেম গেম সিজন ২ নিতে আর আগ্রহী নয়। কারণ হিসেবে জানানো হয়েছে, অন্যান্য কন্টেন্ট অনুযায়ী ফেম গেমের মান আপ টু দ্য মার্ক নয়। তাই নেটফ্লিক্স তাদের পরিকল্পনা থেকে ফেম গেম ২ আপাতত সরিয়ে রেখেছে।