XJatyo XBudget cover বাজেট কভার
ঢাকাThursday , 1 September 2022
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া ও কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
biggapon বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • শেয়ার করুন-

  • গলাচিপায় ফিটনেস জিম সেন্টার শুভ উদ্বোধন 

    Link Copied!

    পটুয়াখালীর গলাচিপায় ফিটনেস জিম সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। সাধারণ মানুষের শারীরিক সুস্থতার কথা চিন্তা করে ও মাদকমুক্ত সমাজ গড়তে গলাচিপায় এই প্রথম জিম চালুর উদ্যােগ গ্রহণ করেন পৌর মেয়র আহসানুল হক তুহিন।
    বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পৌরসভা হলরুম কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান শেষে পৌর কমপ্লেক্সের গেস্ট হাউজে স্থাপিত ফিটনেস জিমের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে।
    উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় ও পৌর মেয়র আহসানুল হক তুহিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ সভাপতি আজিজুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শাহ আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম।
    গলাচিপায় ফিটনেস জিম সেন্টার শুভ উদ্বোধন  1
    এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন সানু ঢালী, সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, পৌরসভার কাউন্সিলরগণ সহ শতাধিক যুবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও মাল্টিমিডিয়ার সাংবাদিকগণ প্রমুখ।
    প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সন্তোষ দে সুস্থ্য থাকতে সকল বয়সে জিম প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন। এছাড়া উপজেলার যুবকদের মাদক সহ সকল অপকর্মকে না বলে জিমের কসরতে মনোনিবেশ করার জন্য আহবান জানান।
    অনুষ্ঠানে পৌর মেয়র আহসানুল হক তুহিন জিমে অনুশীলনের সুফল ও পরিকল্পনা সম্পর্কে স্বাগত বক্তব্যে আলকপাত করেন। এর আগে পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়।
    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…