ঢাকাMonday , 6 November 2023
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • ডেঙ্গুতে মৃত্যু ১৪০০ ছাড়ালো

    Link Copied!

    দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দিন দিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ১ হাজার ৪০৮ জনে দাঁড়িয়েছে। মারা যাওয়া ১৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯ জন এবং ঢাকার বাইরের ৬ জন।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০৩ জন।

    রবিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মোঃ জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    আরও পড়ুন—    সৌদি আরবে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ১০৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৩৩ এবং ঢাকার বাইরের এক হাজার ১ হাজার ৬৭৮ জন।

    চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৭৯ হাজার ৯০৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ এক হাজার ১৫০ জন, আর ঢাকার বাইরের এক লাখ ৭৮ হাজার ৭৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ২০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৪৬ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৫৭৪ জন।

    ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৭১ হাজার ৭৯২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৮ হাজার ৫০০ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৭৩ হাজার ৭২৯২ জন।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4982

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০